বরগুনায় বিএনপির সমবেশে বিভিন্ন স্থানে পুলিশের বাধা

বরগুনা জেলা সংবাদদাতাঃ

বরগুনা জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে  আমতলী, তালতলী, বেতাগী ও বামনা উপজেলার নেতা–কর্মীদের পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া জেলা সদরের সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ চারটি খেয়াঘাট নিশানবাড়িয়া, বড়ইতলা, আমতলী পুরাঘাটা ও বামনা বন্ধ রাখা হয়েছে।

জেলা ও উপজেলা বিএনপির নেতা–কর্মীরা এ অভিযোগ করেছেন। তবে পুলিশের দাবি, খেয়া পারাপার বন্ধের বিষয়ে তারা কিছু জানে না। কোথাও বিএনপির নেতা–কর্মীদের বাধা দেওয়া হচ্ছে না।

১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা তিনটায় শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুটি খেয়াঘাটের দুই ইজারাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে বরগুনা সদর উপজেলার সঙ্গে বেশ কয়েকটি খেয়াঘাটে পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া কয়েকটি খেয়াঘাটে পারাপার সীমিত করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বরগুনার পুলিশ সুপার আবদুস ছালামের মুঠোফোনে কল দিলে তিনি ধরেননি। তবে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ  বলেন, ‘আমরা কোনো ঘাটে খেয়া চলাচল বন্ধ করিনি।’

দলীয় নেতা–কর্মীদের নিয়ে জেলা বিএনপির জনসমাবেশে আসার পথে বামনা খেয়াঘাটে পুলিশের বাধার মুখে পড়েন বলে জানিয়েছেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা।

তিনি বলেন, ‘নেতা–কর্মীদের নিয়ে বামনা খেয়াঘাটে গেলে সেখানে বামনা থানার ওসির নেতৃত্বে আমাদের বাধা দেওয়া হয়। খেয়া পারাপারও বন্ধ করা হয়। পরে বিকল্প পথে অল্পসংখ্যক নেতা–কর্মী নিয়ে বরগুনায় আসি।’

বামনা থানার ওসি মো. মাইনুল ইসলাম বলেন, ‘নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা বামনা খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন চেক করেছি। বিএনপির সমাবেশ উপলক্ষে কিছু করা হয়নি।’

আমতলী উপজেলা থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মী বরগুনার উদ্দেশে আমতলী ফেরিঘাটে গেলে পুলিশ তাঁদের বাধা দেন বলে জানিয়েছেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা।
পুরাতন লঞ্চ ঘাটে জন সমাবেশে করার সময়  সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন, নির্বাহী মেজিষ্টেট মোঃ ফয়সাল আল নুর এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারিকুল ইসলাম সহ অনেকে সমাবেশের কাছে অবস্থান করতে দেখা গেছে।

জনসমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক  বিলকিস জাহান শিরিন সভাপতিত্ব করেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরগুনায় বিএনপির সমবেশ
সর্বশেষ সংবাদ