মোঃ ইকরাম হাসান ,দাউদকান্দি উপজেলা প্রতিনিধি :
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাউদকান্দি উপজেলা শাখা। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলাম ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অতিথিদের বক্তব্যে তারা বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যত জাতির কর্ণধার। সঠিক দিকনির্দেশনা ও নৈতিক মূল্যবোধের শিক্ষায় তারা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”
এই সময় কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাকিল আদনান বলেন, “ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক ও শিক্ষামূলক আন্দোলন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানের প্রথম পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এই সময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে ছাত্রশিবিরের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক আয়োজন, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা ছাত্রশিবিরের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

