শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :
ক্ষতিকর প্লাস্টিক বর্জ্যে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি মানব স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। তাই “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। এরপর, র্যালি শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা শেষ হলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এ ছাড়া কেউ পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদারের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ মহিনুজ্জামান। এ সময় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ ফয়েজ উদ্দিন, নোয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মকর্তারাসহ সংশ্লিস্ট ব্যক্তিদ্বয়।
সভায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলে পরিবেশবান্ধব জীবনযাপনে একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে অভ্যস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।