মানিকগঞ্জ প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে কবি ও তার সহধর্মিণী প্রমিলা দেবীর স্মৃতিবিজড়িত স্থানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসন, নজরুল প্রমিলা পরিষদ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হামদ-নাত, গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “উপজেলা প্রশাসন এবং শিক্ষার্থীরা আজ নজরুল ও প্রমিলার প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চায়নের মাধ্যমে আমরা নজরুলের বিদ্রোহী চেতনা ও জীবনদর্শন তুলে ধরবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শায়েখ শিহাব উদ্দিন, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, নজরুল প্রমিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মোন্নফ, সাধারণ সম্পাদক মো. হাবিব উদ্দিন এবং তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
শিবালয়ের তেওতা গ্রামেই জন্মেছিলেন কবিপত্নী প্রমিলা দেবী। কবি নজরুল বহুবার এই গ্রামে এসেছেন এবং এখানকার প্রকৃতি ও মানবিক আবহে অনুপ্রাণিত হয়েছেন বলে গবেষকরা মনে করেন।
এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য এবং চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।