রিপন মারমা, রাঙ্গামাটি:
“বাংলাদেশ জিন্দাবাদ”, “শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে কাপ্তাই। আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহম্মদ ফয়েজ উদ্দীন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ. এম. নাজিম। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের শাহ নেওয়াজ চৌঁধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, রাঙ্গামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মমতাজ মিয়া, জেলা বিএনপি সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (কবির), জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।
কাপ্তাইসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শহীদ জিয়ার আদর্শই আমাদের পথপ্রদর্শক।”
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।