সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে সাড়ে সাতশো পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৫ এপ্রিল)সকাল থেকে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে জেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিব এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি।
শুক্রবার(২৫ এপ্রিল)দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গ সিমান্ত মাদক ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, হিজলদী সিমান্ত ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ট্যাবলেট আটক করে বিজিবি।
এছাড়াও, ভোমরা স্থলবন্দর সিমান্ত থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা থেকে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস, কাকাডাঙ্গা ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক ১লাখ১২হাজার ৮’শ টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি আটক করে। মাদরা সিমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, হিজলদী থেকে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল আটক করে বিজিবি।
তিনি আরো জানান, সর্বমোট ৪,৮২,৫০০/-(চার লক্ষ বিটাশি হাজার পাঁচশত )টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে বিজিবি।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।