পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা-কয়রায় দলীয়,সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শেষ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।দলীয়,সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তিনি বলেন,আওয়ামীলীগের দোসর, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান কোনভাবেই বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।যদি কেউ কোন প্রকার আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কয়রা ও পাইকগাছা উপজেলার দলীয়, সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাশেষে কয়রায় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা লিফলেট বিতরণ করেন। বিকেলে ৫টায় কয়রা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল সরদার ও যুবনেতা মিজানুর রহমানের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় শেষে জায়গীরমহল বাজার চত্ত্বরে ব্যবসায়ী ও সুধী সমাজের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যা সড়ে ৭টায় আমাদী বাজারস্থ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত নাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন কালে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে নগদ অর্থ প্রদান করেন।
রাত সাড়ে নয়টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। রাত সাড়ে ১০টায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন যুবদল নেতা আলালের পিতা শহিদুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের মাঝে পৌঁছে সমবেদনা জানান।এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস,খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শাহরিয়ার কবির,