হুমায়ন কবির মিরাজ:
এক মুহূর্তেই থমকে গেলো দুটি তাজা প্রাণের গতি। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের কাছে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শার্শার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল (২০) এবং বিল্লাল হোসেনের ছেলে জাহিদ (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল ও জাহিদ নম্বরবিহীন একটি কালো অ্যাপাচি ৪ভি মোটরসাইকেলে নাভারন থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। হঠাৎ, পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত প্রাইভেট কার সজোরে তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়েন তারা, মাথায় মারাত্মক আঘাত পেয়ে নিথর হয়ে যায় তাদের শরীর। ঘটনার পরপরই ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়, রেখে যায় শোকের ছায়া আর আহাজারি।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
হঠাৎ নিভে যাওয়া এই তরুণ প্রাণদ্বয়ের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে শার্শার বাতাস। নিয়তির নিষ্ঠুর পরিহাস, না কি বেপরোয়া গতির নির্মম পরিণতি?