বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
পঞ্চগড়ের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ আল আমিন (৩৬) এক বাংলাদেশী চোরাকারবারী নিহত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে হাড়িভাসা ইউনিয়নের বড়কামাত সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন হাড়িভাসা জিন্নাত পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।
নীলফামারী ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ভাটপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ৭৪৪/৭-এস এর নিকটে একদল চোরাকারবারী গরু পাচারের সময় বিএসএফ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে ।
এক পর্যায়ে চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ এর সদস্যকে আঘাত করলে আত্মরক্ষার জন্য বিএসএফ সদস্যরা দুই রাউন্ড গুলি চালায়। এতে আল আমিন নামে এক বাংলাদেশী চোরাকারবারী নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (৫৬ বিজিবি) লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান,‘নিহত আল-আমিন বাংলাদেশী নাগরিক হলেও চোরাচালানের জন্য সে অধিকাংশ সময় ভারতে অবস্থান করতো।
ভারতীয় চোরাকারবারীদের সাথে যোগসাজসে গরু পাচারের সাথে সম্পৃক্ত ছিল সে। আজ গরু পাচারের চেষ্টাকালে বিএসএফ এর গুলিতে নিহত হন তিনি।