বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন নীলফামারী শাখা। রোববার (৩ মার্চ) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন এ্যাসোসিয়েশনের নেতারা।
এতে বক্তব্য দেন জেলা ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. সৈয়দ মো. মাসুদ হোসেন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ডা. আব্দুস সোবহান, বাহাগিলী ইউনিয়নের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল গফুর সহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদান সহ চার দফা দাবির কথা বলা হয়। অতি শীঘ্রই দশম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে মেডিকেল ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগ প্রদান করার দাবি জানান বক্তারা।
এসময় সাধারন ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রবণতা
- রাজশাহী: রিকশাচালককে জুতাপেটা করায় সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল সাময়িক বরখাস্ত
- যুবদল নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে আবার আগুন, উত্তেজনা বৃদ্ধি
- এ কে ফজলুল হক
- ১৯০৭ সালে তোলা ছবিতে এক ভারতীয় দম্পতি। স্বামীর নাম সহায়রাম বসু, এবং স্ত্রী রানু।
- জামালপুরে শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া: দূরপাল্লার বাস চলাচল বন্ধ
- “সাগরের বরফ কমে যাওয়ার বিপদ: পৃথিবীকে গরম করছে অন্ধকার সমুদ্র”
- ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের ওপর অচেনা বিমান উড়ে আসায় উদ্বেগ
- পানছড়ির দুর্গম এলাকায় ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলি, এক গৃহবধূ নিহত