শিরোনাম
একজন মাদার অব ডেমোক্রেসি’র জীবনের গল্প   » «    মৌলভীবাজারে সাফারি পার্ক নির্মাণ বাতিল; খুশি বন এলাকার বাসিন্দারা   » «    ভারতের কারাগার থেকে মুক্ত ৯০ জেলে-নাবিক চট্টগ্রাম ফিরলেন   » «    রাঙাবালী পর্যটক সম্ভাবনা চরহেয়ার   » «    ফরিদপুরের গেরদায় রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত   » «   

নবীগঞ্জে পুকুরে মিললো ৪ মাসের শিশু মিমের মরদেহ


নবীগঞ্জ:

নবীগঞ্জে পুকুর থেকে ৪ মাসের শিশু মাহমুদা আক্তার মিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর সকল ৮টায় উপজেলার কালিয়াভাঙ্গার ইউনিয়নের ইমামবাড়ি বাজারের চরগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আওলাদ মিয়ার মেয়ে।

জানা যায়, সকাল ৬-৭টার দিকে সে ঘরের ভিতরেই ছিল। এসময় তাঁর মা বাসার কাজ করছিলেন। তাদের বাড়ির পাশেই পুকুর রয়েছে। হঠাৎ তাকে ঘরে দেখতে না পেয়ে অনেক খোজাখুজির পর বাড়ির পাশেই পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, শিশুটির দেহ পুকুরের পাড়ে পানিতে আংশিক এবং খানিকটা উপরে আংশিক ছিল। লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না  তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে এখন পযর্ন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নবীগঞ্জে পুকুরে মিললো ৪ মাসের শিশু মিমের মরদেহ
সাম্প্রতিক সংবাদ