জয়পুরহাটে নানা অনিয়মের কারনে ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা
জয়পুরহাট প্রতিনিধি:
পরিবেশের ছাড়পত্র না থাকায় জয়পুরহাট সদর উপজেলার একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম পুরানাপৈল এলাকার মেসার্স এ আর ব্রিকস নামের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।
এ সময় পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ আর ব্রিকস নামের এই ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। তাছাড়া ওই ইটভাটায় খড়ি পোড়ানো হচ্ছিলো। পরে সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ওই ইটভাটার মালিক আবু রায়হান জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ বলেন, জেলায় ৪৭টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে ৩০টি ইট ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। এছাড়া সবগুলো ইটভাটার মধ্যে ৯টি ভাটার লাইনেন্স জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে এবং দুটির লাইসেন্স চলমান রয়েছে।