এস ও এস ইয়ুথ ভিলেজে কিশোর অপরাধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
এস ও এস ইয়ুথ ভিলেজে কিশোর অপরাধ বিষয়ক এক   প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল  ৪ ঘটিকা হতে বিকেল ৫:৩০ ঘটিকা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন  মাসুক মিয়া পিপিএম, এডিসি, মিরপুর জোন।
মাসুক মিয়া তার বক্তব্যে বলেন,  কেউ জন্ম থেকে অপরাধী হয়ে জন্মায় না। পারিবারিক, সামাজিক পারিপার্শ্বিক ও অর্থনৈতিক কারণে মানুষ  অপরাধে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে শিশু  কিশোররা অনেক ঝুঁকিতে রয়েছে। শিশু কিশোররা অনুকরণ প্রিয়,তারা খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। তাছাড়া বর্তমানে যে গ্যাং কালচার চালু হয়েছে সে কারণেও অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে।
পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে কিশোররা অনেক সময় নিজের অজান্তেই অপরাধে জড়িয়ে পড়ছে।
উক্ত কর্মশালায়  শিশু আইন  ২০১৩ অনুযায়ী শিশু কিশোররা কি ধরনের আইনি সুরক্ষা পেতে পারে সে ব্যাপারে তাদের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় SOS Youth village  এর ট্রেনিং ইনচার্জ মো. আকরাম হোসেন সহ উক্ত প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালায় SOS youth village এর ৪০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * SOS youth village * কিশোর অপরাধ
সর্বশেষ সংবাদ