সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর বড়বাড়ি মসজিদের পাশের একটি বাসা থেকে চিহ্নিত মাদকসেবী ও ব্ল্যাকমেইল চক্রের সদস্য জেরিন বেগম (৩২)-কে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে জেরিন বেগম দেহব্যবসার পাশাপাশি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। সে বিভিন্ন কৌশলে তরুণদের বাসায় ডেকে এনে অজ্ঞান করে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত। এমনকি দালালদের মাধ্যমে খদ্দের এনে একইভাবে অর্থ আদায় করত বলে একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনার রাতে এক যুবকের চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একজন পালিয়ে যায়। দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে পুলিশ ও স্থানীয়রা ভেতরে প্রবেশ করে জেরিন বেগম ও এক যুবককে আটক করে।
আরও জানা যায়,এটি নতুন ঘটনা নয়। ২০২৪ সালের ২৪ আগস্টও মৌলভীবাজার সদর উপজেলার ইসলামবাগ এলাকা থেকে জেরিন বেগমকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছিল। সে সময় দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
এলাকাবাসীর অভিযোগ,জেরিন বেগম দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ,মাদক ব্যবসা ও ব্ল্যাকমেইল চালিয়ে আসছে। তার বিরুদ্ধে আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।