কৃষি প্রতিবেদকঃ
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের ফাজিল খাঁ গ্রামের মোঃ চান মিয়ার বড় পুত্র মোঃ হাছানুর রহমান লিটন আধুনিক কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে সফল উদ্যোক্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বস্তায় আদা চাষ এবং দেড় একক জমিতে বাণিজ্যিকভাবে কলার বাগান গড়ে তুলে তিনি আজ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
জানা যায়, পরিকল্পিত চাষাবাদ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে হাছানের আদা ও কলার বাগান এখন এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। তার এই উদ্যোগকে ঘিরে বর্তমানে ২০ জন যুবক নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এতে একদিকে যেমন তার নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বেকারত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে এই উদ্যোগ।
হাছানুর রহমান লিটন বলেন, আমি চাই কৃষিকে আধুনিক ও লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী করতে পারাই আমার লক্ষ্য। সরকারি প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে আমি আরও বৃহৎ পরিসরে চাষাবাদ করতে পারব এবং আরও অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
এলাকাবাসীর মতে, হাছানের মতো উদ্যোগী তরুণরা গ্রামীণ অর্থনীতিতে আশার আলো জ্বালাচ্ছেন। যথাযথ সরকারি সহায়তা ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের কৃষি উদ্যোক্তারা দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
সচেতন মহল মনে করছেন, তরুণ উদ্যোক্তাদের কৃষিতে আগ্রহী করতে প্রশিক্ষণ ও প্রণোদনা বাড়ানো হলে গ্রাম থেকে শহরমুখী বেকারত্বের চাপ কমবে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে।

