সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালী বাউফলের কালাইয়া সদর রোডে দুটি দোকানে আগুনে পুরে ছাই। বুধবার ২৮ জানুয়ারি দুপুর ১ঃ৩০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লেপ-তোষকের তুলার গোডাউনে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন চৌকিদারের লেপ তোষকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় কিছুক্ষণের ভেতরে পার্শ্ববর্তী কামাল খানের ঘর ও রান্নাঘর আগুনে পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় মালামাল কিছু নিরাপদ স্থানে সরিয়ে ঘর ফেললেও অধিকাংশ পুরে ছাই হয়ে গেছে।এ আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাউফল ফায়ার সার্ভিস ইন্সপেক্টর সাব্বির আহমেদ কালাইয়া বন্দরে আগুন লাগার ঘটনা মোবাইলের শোনার সাথে সাথে ঘটনা স্থলে এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করা হয়।

