নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করার অনুরোধ জানিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এই আলোচনা শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী, যা আগামী ১৫–২০ বছর কর্মক্ষম থাকবে। এই শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে গড়া যায়, সে বিষয়ে পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করতে গিয়ে তাকে ‘স্যার’ সম্বোধন করলে তারেক রহমান বলেন, তাকে ‘ভাইয়া’ ডাকলে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। বয়সের হিসেবে ‘আঙ্কেল’ বলা যেতে পারে উল্লেখ করলেও, সেটি খুব একটা পছন্দ করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় তরুণ উদ্যোক্তাদের ঋণসংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরা হলে তারেক রহমান বলেন, দেশে ব্যাংকঋণ ব্যবস্থায় নানা সমস্যা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট লোন’ চালুর বিষয়টিও বিবেচনায় আছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জলাবদ্ধতা ও পরিবেশ সুরক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে খাল খননের ওপর জোর দিয়ে তিনি জানান, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী এই ইয়ুথ পলিসি টকে অংশ নেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে সফরে আসা তারেক রহমান নগরীর পলোগ্রাউন্ড মাঠে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রাম সমাবেশ শেষে তিনি ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে পর্যায়ক্রমে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

