রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ রবিবার (৭ সেপ্টেম্বর)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রাকসু ও সিনেট প্রতিনিধি নির্বাচনে মোট ৪৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রথম দিনে (বৃহস্পতিবার) মাত্র ৩০টি মনোনয়ন জমা পড়েছিল। বাকি থাকা প্রায় ৪৪৯টি ফরম আজ জমা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সিনেট প্রতিনিধি পদে রয়েছে ৮৪টি মনোনয়ন এবং রাকসুর বিভিন্ন পদে ৩৯৫টি মনোনয়ন। এ ছাড়া প্যানেল ভিত্তিক ফরম তুলেছেন ২১৪ জন প্রার্থী।
অতিরিক্ত ভিড় সামলাতে আজ নির্বাচন অফিসে দুইটি ডেস্ক বসানো হয়েছে। নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম জানিয়েছেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল ও তাদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। ডোপ টেস্টে পজিটিভ আসা কিংবা পুলিশি মামলার আসামিরা প্রার্থী হতে পারবেন না।
এদিকে হল সংসদ নির্বাচনেও জমজমাট মনোনয়ন দাখিল চলছে। ১৭টি হল থেকে এ পর্যন্ত ৭৫৪ জন শিক্ষার্থী মনোনয়ন তুলেছেন এবং আজ শেষ দিনে তারাও মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ১৪ সেপ্টেম্বর। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।