সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক কলেজ শিক্ষার্থীর মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নেহাল খান (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় নিহতের অপর দুই সহপাঠী আহত হলেও তারা শঙ্কামুক্ত রয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত নেহাল খান শহরের নয়াবাজার আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকার ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের বড় ছেলে এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।
নিহতের সহপাঠী আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো মোটর সাইকেল যোগে তিন বন্ধু প্রাইভেট পড়ে বাড়ী ফিরছিলেন। ঘটনার সময় রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক নেহালের মুখে ও বুকে প্রচন্ড আঘাত লাগে। অন্য দুই বন্ধুও আহত হয়। দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে এলাকাবাসী আহত তিনজনকেই সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেহাল খানকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন আশংকামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের নয়াবাজার ঈদগাহ মাঠে নিহত নেহাল খানের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।