শেরপুরে লোহার রডের আঘাতে ভগ্নিপতি মৃত্যু শ্যালক গ্রেফতার
লালমোহাম্মদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের লোহার রডের আঘাতে ভগ্নিপতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যালককে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিনগর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত ভগ্নিপতি মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) একই উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মীরু শেখ এর ছেলে।
পুলিশ জানায়, মীরু শেখ বিয়ের পর থেকে স্ত্রীসহ সপরিবারে শ্বশুর শ্বাশুরী কালিনগরে বসতবাড়ি করে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডতার । একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দন্ড (রড রিকশার এক্সেল) দিয়ে ভগ্নিপতি মজিবরের মাথায় আঘাত করে শ্যালক ইউনুছ। এতে মজিবর গুরুতর আহত হলে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মজিবর মারা যায়।
রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক পার্শ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছানোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।