ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি :
“মেধায় গড়ি সমৃদ্ধ নাগাইশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগাইশ “জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়” এর (এসএসসি-২০০৭ ব্যাচ) এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৫ নভেম্বর) বিকালে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হুসেন এর সভাপতিত্বে বেলাল গাজী’র পরিচালনায় বক্তব্য রাখেন জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম রাব্বানী, দিঘীরপাড় টিআইকে মেমোরিয়াল কলেজ এর প্রভাষক মোঃ শাহ জালাল, কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমান, মেধা বৃত্তি পরিক্ষা কমিটির আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, মেধা বৃত্তি পরিক্ষা কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন নাগাইশ মডার্ন স্কুলের সহকারী শিক্ষক মোশারফ হোসাইন, মোহাম্মদ ইমন হোসেন, আল-আমিন হোসেন প্রমূখ।
পরিক্ষায় অষ্টম, নবম ও ১০ম শ্রেণির ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ শিক্ষাবৃত্তি ও সনদ এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়।