নীলফামারীতে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

 
নীলফামারী প্রতিনিধি:
‘কাবিং করি, সবুজ প্রকৃতি গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৪ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পাঁচ দিন ব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাম্পুরী চীফ মো. আশরাফুল হক।
এতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরের প্রাক্তন নির্বাহী পরিচালক লিডার ট্রেইনার তৌহিদ উদ্দিন আহমেদ। এতে সদর উপজেলা স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এ.এল.টি) মো. আবু ছায়েদ চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আতাউর রহমান ও ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো. গোলাম মোস্তফা খোকন।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মোট সদর উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চলতি মাসের ১৮ নভেম্বর সন্ধ্যায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে ৮ম উপজেলা স্কাউটস্ সমাবেশ ও পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর পরিসমাপ্তি ঘটবে বলে জানান তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নীলফামারীতে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন
সর্বশেষ সংবাদ