মুরাদনগরে মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার ১৩৩তম ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত 

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে শেষ হল উপজেলার অন্যতম প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলূম মাদ্রাাসা ও এতিমখানার ১৩৩তম ইসলামি মহা-সম্মেলন।
শনিবার দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত ১২ টায় বিশেষ করে ফিলিস্তিনে নির্যাতিত মুসলামন ভাই ও বোনসহ বিশ্বের মুসলিম জাহানের দোয়া চেয়ে আখেরী মুনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। এ সমাবেশে দূর-দূরান্তের হাজার-হাজার মুসল্লীর সমাগম ঘটি।
কুমিল্লা জেলা কওমি মাদ্রিাসা সংগঠনের সভাপতি শায়খুল হাদীস আল্লামা নূরুল হক দা.বা. এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক মাও: আতাহার আলী ও মাও: আশিকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা.।
সম্মেলনে দ্বীনি শিক্ষার আলোচনা করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মাদ মামুনুল হক, হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ দা.বা, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান দা.বা, সাভার মারাযুত তারবিয়্যাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা.বা, সুধন্যপুর মাদ্রাসার দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: মুফতি মুস্তাকুন্নবী দা.বা, লালবাগ জামেয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দীস মুফতি সাখাওয়াত হোসেন রাজী, লালবাগ জামিয়া শারিফিয়াহ আরাবিয়া মাদ্সার শায়খুল হাদীস মুফতি আরিফ কিন হাবিব দা.বা, কুমিল্লা ময়নামতি মাদ্রাসায়ে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: আনিছুর রহমান আশরাফী দা.বা, গুনাইঘর বায়তুল আসগর সাত গম্বুজ জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী, অত্র মাদ্রাসার খাদেম মুফতি আমজাদ হোসেনসহ দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মুরাদনগরে মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার ১৩৩তম ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ