উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দা‌বি‌তে যমুনা সেতু ব্লকের হুঁশিয়ারি!

স্টাফ রিপোর্টার :
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দুই বিভাগ থে‌কে কমপক্ষে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন খাতে আঞ্চলিক বৈষম্য নিরসনের ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তরবঙ্গের ছাত্রজনতা। সোমবার বিকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূ‌চি করা হয়। দা‌বি আদায় না হ‌লে তারা যমুনা সেতু ব্লকের হুশিয়ারি দেন।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ১৯৭১ সালের প্রথম শহিদ উত্তরবঙ্গের সন্তান। ২০২৪ সালের বিপ্লবের প্রথম শহিদ উত্তরবঙ্গের আবু সায়িদ। ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছে যারা তাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে। অথচ উত্তরবঙ্গের ১৬টি জেলার গণমানুষের প্রশ্ন কেন উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নেই। সচিবালয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলা থেকে মাত্র দুইজন সচিব। উত্তরবঙ্গের মানুষ কি শুধু রিক্সাচালক আর কৃষক হবে। তারা কি নীতি নির্ধারণের জায়গায় কখনো যেতে পারবে  না। বেশি বাড়াবাড়ি করলে যমুনা সেতু ব্লক হয়ে যাবে। এই বিপ্লবে উত্তরবঙ্গের আখতার হোসেন আর সারজিস আলমরা যে অবদান রেখেছে তার কোনো মূল্য কেন দেওয়া হয়নি।
তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়ে বলেন, মোস্তফা সারোয়ার ফারুকী কখনো বাংলাদেশের সংস্কৃতি কে ধারণ করে না। তাকে কীভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়। যে বাংলাদেশের মানুষের সংস্কৃতিকে ধারণ করে না আমরা তার অপসারণ চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রেজোয়ান জামি বলেন, বাংলাদেশের মানুষের ৫০ শতাংশ ভাত আসে উত্তরবঙ্গ থেকে। বিভিন্ন বিপ্লবে রক্ত দিয়ে বিজয় এনেছেন উত্তরবঙ্গের সাহসী সন্তানরা। কিন্তু ভোগ করে অন্যরা। একটি বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের ১৬টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। বীজ বপন করবে একজন, ফল পাবে অন্যরা এমনটা কখনোই ছাত্রজনতা মেনে নিবে না। উত্তরবঙ্গ থেকে যোগ্য ব্যক্তি না পেলে আমাদের বলুন আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রেদোয়ান বলেন, শহিদের রক্তের বিনিময়ে দাঁড়ানো সরকার শহিদের রক্তের সাথে গাদ্দারি করে ফ্যাসিবাদকে বরণ করে নিচ্ছে। উপদেষ্টা পরিষদেও তৈরি হচ্ছে কোরাম। উপদেষ্টারা ক্ষমতায় বসার পর অন্ধ আর বোবা হয়ে গেছে। বিভাগ ভিত্তিক যে বৈষম্য হচ্ছে তার বিপক্ষে এই উপদেষ্টা পরিষদকে সরব হওয়ার আহবান করছি। জুলাই অভ্যুত্থানের ধারা বজায় রাখতে আমরা পুনরায় রক্ত ঝরাতে প্রস্তুত,তবুও বৈষম্যকে বরদাশত করব না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দা‌বি‌তে যমুনা সেতু ব্লকের হুঁশিয়ারি! * মারুফ সরকার