সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাশ, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস

নীলফামারীর সৈয়দপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৭% জিপিএ-৫ এবং শতভাগ উত্তীর্ণ হওয়ায় উচ্ছ্বসিত ছিলো পুরো ক্যাম্পাস। মঙ্গলবার (১৫ অক্টোবর/২৪) সকালে ফল প্রকাশের পর বাংলা ও ইংলিশ উভয় ভার্সনে শতভাগ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষক, শিক্ষার্থী এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের মিষ্টি খাওয়ান অধ্যক্ষ লেঃ কর্ণেল সৈয়দ সাফিউল ইসলাম মেরাজ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উভয় ভার্সনের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৪শত ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪শত ১০ জন জিপিএ-৫ পেয়েছে। আর ৬৪ জন পেয়েছে  A , এরমধ্যে ইংলিশ ভার্সনের বিজ্ঞান বিভাগে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
ইংলিশ ভার্সনের জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী মুনতাছির আল ওয়াসি বলেন, আমি জিপিএ-৫ পেয়ে খুবেই আনন্দিত। এ ফলাফলে আমাদের অধ্যক্ষ, শিক্ষকসহ অবিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিলো।
পরীক্ষার্থী আসিফ আহমেদ মজুমদার ও উম্মে হাবিবা বলেন, আমাদরে লক্ষ্য অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা না হয়ে পুরো সিলেবাস অর্থাৎ সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলে আমাদের আরো ভাল হতো। তারপরেও আমরা জিপিএ-৫ পেয়ে অনেক খুশি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেঃ কর্ণেল সৈয়দ সাফিউল ইসলাম মেরাজ বলেন, আমরা পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছি। তারমধ্যে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলে শিক্ষার্থীদের যে স্বপ্ন অবিভাবকের সাথে তা এক করা। সামর্থ্য এবং ইচ্ছার সমন্বয় করা। আমরা সকল শিক্ষার্থীকে চার ভাগে বিভক্ত করে অতিরিক্ত পাঠদান করে থাকি। এতে করে আমরা যেসকল বাচ্চাকে নিয়ে চিন্তিত ছিলাম তারাও জিপিএ-৫ পেয়েছে। তাই বলতে পারি আমাদের সকল শিক্ষার্থী সমান।
জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, জেলায় এবছর ৩৮ টি কেন্দ্রে এইচ এস সি, এইচ এস সি (বিএম) এবং আলিম পরীক্ষার্থী ছিলো ১৭হাজার ৪শহ ১১জন। এরমধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৪হাজার ২শত ৭৫ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৯শত ২৭ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মোঃ হারুন উর রশিদ * সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক