নেত্রকোণায় লেগুনা ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ আহত ১৫

 

নেত্রকোণা প্রতিনিধি ঃ

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা রাজুরবাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, সদর উপজেলার বাংলা এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড যাচ্ছিল। অন্য দিকে নেত্রকোণা শহর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি যাচ্ছিল ফকিরের বাজারে। পথে রাজুরবাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ নারী, পাঁচ শিশু ও পাঁচজন পুরুষ আহত হন। আহতরা হলেন, অটোরিকশার চালক সদর উপজেলার সিংহের বাংলা এলাকার মঞ্জু মিয়ার ছেলে ইমন মিয়া, বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুস সালাম, সদর উপজেলার রায়পুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা আক্তার, বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন, তিলসিন্দুর গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে আছাব উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, “আহতের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন‍্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নুরুল হক রুনু * নেত্রকোণা * শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
Add to Queue Add to Playlist Share

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook