শিরোনাম
ভারতীয় জেলেদের বাংলাদেশের জেলে মারধর করার অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর   » «    মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৪   » «    চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার নথি গায়েব   » «    সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদসহ ৩২ লাখ টাকার মালামাল জব্দ   » «    সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালানসহ ড্রাইভার গ্রেফতার   » «   

আওয়ামী লীগের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে: এবিএম বাকের

শালিখা (মাগুরা) প্রতিনিধি :

 

আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। বাকশাল গঠন করে গঠন করে বঙ্গবন্ধু যেভাবে নির্বংশ হয়েছিল ঠিক একইভাবে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশ জামায়াত ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তাদের দলই নিশ্চিহ্ন হয়ে গেছে। ‌মাগুরার শালিখায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সন্ত্রাস,দুর্নীতি,অত্যাচার,অবিচার,জালাও- পুড়াও,ভাংচুর,চাঁদাবাজ,লুণ্ঠন এর প্রতিবাদে এবং ঐক্য সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর এবিএম বাকের এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে সম্প্রীতি সমাবেশে শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির  আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি বাকের,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু,শালিখা উপজেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক আনিসুর রহমান মিল্টন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আব্দুল গফফার,সহ-সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান,শ্রমিক কল্যাণ জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম, জেলা ছাত্র-শিবিরের সভাপতি  আশিক খান, অমুসলিম বিভাগের জেলা শাখার সেক্রেটারী শ্রী উত্তম কুমার বিশ্বাস, জেলা ল-ইয়ার্স কাউন্সিলের সভাপতি ফরিদ আহমেদ, শালিখা উপজেলা ব্যবসায়ী শাখার সভাপতি নায়েব আলী বিশ্বাস, শালিখা উপজেলা ছাত্র-শিবিরের সভাপতি আবু উবাইদা প্রমুখ ।

 

এ সময় সমাবেশে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র-শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে জড়ো হতে থাকে। বেলা ৩ টায় সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে জনস্রোত‌গড়াই যশোর-মাগুরা মহাসড়কসহ আশপাশের রাস্তায়।

 

 সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা অন্যায়,অবিচার, জুলুম নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জোর আহ্বান জানান।

 

সমাবেশ শেষে বিশাল গণ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর সমাবেশ স্থল থেকে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারাই তাকবির আল্লাহু আকবার, কোরানের আলো সংসদে জালোসহ নানাবিধ ইহলামিক শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আওয়ামী লীগের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে: * এবিএম বাকের
সাম্প্রতিক সংবাদ