পীরগাছায় আরএম এগ্রো ফার্মের কুরবানিযোগ্য ৩০ দেশী গরু প্রস্তুত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ-উল-আযহা। ঈদ-উল আযহা সামনে রেখেই রংপুরের পীরগাছায় খামারিরা কুরবানিযোগ্য গরুকে যত্ন করে লালন পালন করছেন। সেই সাথে ধর্মপ্রাণ মুসলমানরা আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে কুরবানিযোগ্য পশু বিভিন্ন হাট-বাজারে খুঁজতে বের হবেন।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পীরগাছায় ৩হাজার ২৯৬ জন কৃষক প্রায় ১৯হাজার ১৮৩টি গরু কুরবনির যোগ্য করে পালন করেছেন। এর মধ্যে কৈকুড়ি ইউনিয়নের চালুনিয়া গ্রামে আরএম এগ্রো ফার্মের এমনই একটি খামারে গিয়ে দেখা যায়, দুই শেডে ৩০টি গরু কুরবাণি যোগ্য করা হয়েছে। গরুগুলো দেশীয় প্রজাতির এবং প্রাকৃতিক উপায়ে খাদ্য ও চিকিৎসা দেয়া হচ্ছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে গরুগুলোকে নিজ হাতে লালন পালন করা হয়। স্টেরোয়েড মুক্ত, কোন রকম ক্ষতিকর গ্রোথ হরমোন ব্যবহার করা হয়নি। নিবিড় পরিচর্যা, নিজ উৎপাদিত নেপিয়ার খাস, ভূষিসহ সব ধরণের দানাদার খাবার খাওয়ানো হয়।

‘আরএম এগ্রো ফার্ম’ এর কর্ণধর সাইফুল ইসলাম বলেন, সে নিজ উদ্যোগে এই খামার করেন। গত বছরগুলোতে গরুর ব্যবসা ভালো হয়েছে। আশা করি সবকিছু ঠিক থাকলে এবারও গরুর ব্যবসা ভালো হবে। তিনি আরও বলেন, তার খামারে বর্তমানে ৩০টি গরু রয়েছে। সম্পূর্ণ দেশি খামার দেই-যেমন ধান, ভূট্টা, গম, খৈল, ভূষি মিক্সার করে খাওয়ানো হয়। তিনি আশা করেন প্রতিটা গরুর দাম লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে।

শুক্রবার (৩১ মে) ফার্মটি দেখতে আসেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক, জেলা ট্রের্নিং কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু, উদ্যোক্তা আরএম তুষার, ওয়াসিম আহমেদ প্রমুখ।

গরুগুলো সম্পর্কে আরও জানতে ০১৭৩৮১৬৯৭৮৮ এই নাম্বারে যোগাযোগ করলে গরু খামারি সাইফুল ইসলাম সহায়তা করবেন বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঈদ-উল-আযহা * কুরবানি
সর্বশেষ সংবাদ