বিজয়নগরে দায়ের কুপে ভিক্ষুক নারী নিহত

 
ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি: 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভিক্ষা চাইতে গিয়ে দায়ের কোপে আমেনা বেগম (৫০) নামের এক ভিক্ষুক নারী নিহত হয়েছে। নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার বজলু রহমান’র স্ত্রী। ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর উত্তর পাড়ার মোল্লা মিয়ার বাড়ীতে এই নৃশংস হত্যা কান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মানিক মিয়া (৫০) কে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। আটক মানিক মিয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা মিয়ার ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত মানিক মিয়া বাড়ীর লোকজনের সাথে অল্পতেই রাগারাগি করতেন। মসজিদের ইমাম সাহেবকে দা দিয়ে কুপিয়ে মারতে চাইতেন। তার যন্ত্রণায় আশপাশের লোকজন অতিষ্ঠ ছিলেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মানিক মিয়ার বাড়ি গিয়ে এক ভিক্ষা চাইতেই মানিক মিয়া ভিক্ষুককে নারী গালাগালি করেন। এতে ভিক্ষুক তিনি প্রতিবাদ করলেই মানিক মিয়া ঘরেতে থাকা দা দিয়ে ওই নারীর গলায় কোপ দিয়ে হত্যা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিজয়নগরে দায়ের কুপে ভিক্ষুক নারী নিহত
সর্বশেষ সংবাদ