গরমে আরাম মিলবে সাদা রঙের সুতির পোশাকে

সাদা রং সম্পূর্ণ আলোকে প্রতিফলিত করে। তাই খুব কম গরম হয় । অপর পক্ষে রঙ্গিন কাপড় এর তাপ শোষণ ক্ষমতা বেশি হয়‌। তাই অনেক গরম হয় অতিরিক্ত গরম হওয়ার কারণে শরীর বেশি ঘামে এবং অস্বস্তি লাগে। তাই সাদা রংয়ের কাপড় গ্রীষ্মকালে আনন্দদায়ক।

সাদা রঙের পোশাক আসলে পরিবেশ থেকে তাপ শোষণ কম করে, ফলে সাদা পোশাক পরিধান করলে অত্যাধিক গরমের হাত থেকে দেহকে বাঁচায় ও তুলনামূলক গরম কম অনুভূত হয় এবং ঘামও কম হয়।

সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস বা কোনো প্রতিষ্ঠানের লোকজনকে তুমুল কর্মব্যস্ত থাকতে হয়। আর গরমে মানুষ এই কর্মব্যস্ততার মধ্যে হাঁপিয়ে ওঠে। এ সময়টুকু যদি আরামদায়ক রঙের পোশাক পরিধান করা না হয়, তাহলে গরম আবহাওয়া প্রচণ্ডভাবে দেহ ও মনকে বিধ্বস্ত করে তুলবে। আবহাওয়ার প্রতি লক্ষ রেখে অফিসের পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে সাদা বা ঘিয়ে রং এর প্রাধান্য দিতে হবে। বিশেষ করে সাদা ও হাল্কা বর্ণের পোশাক পরিধানে সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তিতে কিছুটা হলেও প্রশান্তি এনে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গরম * পোশাক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ