“বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসবে”

বরিশাল  প্রতিনিধি:
এগিয়ে চলছে বরিশাল আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের উন্নয়নমুলক কাজ। এ কাজ শেষ  হলেই এখানে  আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসবে।
১৮/৫/২০২৪ ইং স্টেডিয়ামটির চলমান উন্নয়ন   কাজ পরিদর্শন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী অবঃ কর্নেল জাহিদ ফারুক শামীম ( এমপি)।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের উন্নয়ন মুলক  চলমান  কাজ পরিদর্শনের সময় আর উপস্থিত ছিলেন বিভাগীয় ফুটবল  এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলাক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস, জাতীয়  ক্রীড়া পরিষদের  প্রকল্প প্রকৌশলী শিবু লাল খাসকেল,বিসিবির  কাউন্সিলর প্রদীপ কুমার  গাঙ্গুলী, প্রেস ক্লাবের সাধরন সম্পাদক  এসএম  জাকির হোসেন।
পানি সম্পদ  প্রতিমন্ত্রী বলেন এই স্টেডিয়ামের আধুকায়নের কাজ শেষ  হলেই এটি আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযোগী হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আন্তর্জাতিক ক্রিকেটের আসর * বরিশাল স্টেডিয়াম
সর্বশেষ সংবাদ