ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ শুক্রবার রাত আটটায়

ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। নজরুলসংগীতশিল্পীদের সঙ্গে এই প্রজন্মের ৩৫ নজরুলসংগীতশিল্পীর সমন্বয়ে পরিবেশিত হয় এবারের ঈদের গান। সঙ্গে নৃত্য প্রদর্শন করেন দুই শতাধিক নৃত্যশিল্পী।

এবারের ঈদের ইত্যাদিতে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

উল্লেখ্য, অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে প্রচারিত এটিই প্রথম গান। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। গানটিতে এই দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন আটজন তরুণ বিট বক্সার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইত্যাদি * হানিফ সংকেত
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ