শিরোনাম
ভারতীয় জেলেদের বাংলাদেশের জেলে মারধর করার অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর   » «    মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৪   » «    চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার নথি গায়েব   » «    সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদসহ ৩২ লাখ টাকার মালামাল জব্দ   » «    সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালানসহ ড্রাইভার গ্রেফতার   » «   

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসব

 

 

নিজস্ব প্রতিবেধকঃ

দেশব্যাপী পালিত হচ্ছে বাঙালি সংস্কৃতির সার্বজনীন বর্ষবরণ উৎসব। ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। রোববার সকাল সোয়া ৬টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয়েছে বর্ষবরণের এবারের অনুষ্ঠান। নতুন ১৪৩১ এর প্রথম সকালটিকে এক কণ্ঠে বরণ করে নিচ্ছেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের শতাধিক শিল্পী। এবারের আয়োজনে ১১টি সম্মিলিত গান, ১৫টি একক গান, পাশাপাশি পাঠ ও আবৃত্তি রয়েছে।

এ উৎসবে অংশ নিয়েছেন ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। ফলে পয়লা বৈশাখের এই আয়োজন রূপ নিয়েছে এক বিপুল বর্ণাঢ্য মহোৎসবে। বছরের প্রথম দিনে নারীরা লাল-সাদা শাড়ি, কাচের চুড়ি, দুল-মালায় বাঙালিয়ানা সাজে সেজেছেন। পুরুষের গায়ে শোভা পেয়েছে একই রং-নকশার পাঞ্জাবি। এছাড়া অনেকের মাথায় শোভা পেয়েছে লাল-সবুজ জাতীয় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড। তারা রমনা বটমূল ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের গান, কবিতা আসরে যোগ দিয়েছেন। দর্শনার্থীরা জানান, নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা।

নতুন বছরের নতুন দিনের এ আয়োজন দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণা জোগাবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।

এবারের অনুষ্ঠানের মূলভাব মানুষ ও মানবতার জয়গান। সুরে সুরে দেওয়া হচ্ছে মানুষকে ভালোবেসে নিজেকে সার্থক মানুষ হিসেবে গড়ে তোলার প্রেরণা। আর নতুন বছরের প্রভাতে বাঙালিকে বরাভয় দিতে বলা হচ্ছে, ‘নাই নাই ভয় হবে হবে জয়…।’
বর্ষবরণের আয়োজন ঘিরে পুরো রমনা পার্ক এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বসানো হয়েছে ডিএমপি, র‌্যাবের কন্ট্রোল রুম। প্রবেশপথ ও বাহির পথ করা হয়ে আলাদা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ছায়ানটের বর্ষবরণ উৎসব * রমনার বটমূলে
সাম্প্রতিক সংবাদ