শালিখায় ২৫০০ কৃষক পেল প্রনোদনার সার ও বীজ 

শালিখা (মাগুরা) প্রতিনিধি:
প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির উদ্দেশ্যে মাগুরা জেলার শালিখা উপজেলায় ২০২৩- ২৪ অর্থবছরে  খরিপ-১ মৌসুমে  আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ (৯ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। বিতরণকালে উপজেলায় আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন। এসময় শালিখা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,  উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এবছর প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি উফশী আউশ ধানের  বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উদ্বোধনকালে প্রধাধ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী কৃষিবান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষকদের কৃষি উৎপাদন তথা আউশ ধানের আবাদ বৃদ্ধি  করার জন্য আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ