কেমন হবে এই ঈদের মেকআপ ট্রেন্ড!

আর মাত্র কয়েকটা দিন বাকি , তারপরেই আকাশে দেখা যাবে ঈদের চাঁদ। মসজিদে মসজিদে মাইকিং হবে ঈদ মোবারাক ,টিভিতে শুনা যাবে ‘ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’ সেই সাথে ঈদ কে সামনে রেখেই সবার ঘরে ঈদের প্রস্তুতি, চলছেই।

এবার ঈদের আবহাওয়া হবে বেশ তপ্ত। কিন্তু দর্শক এই গরমে কেমন হতে পারে ঈদের সাজ! বাঙালি ললনার মাঝে এমন চিন্তা কিন্তু থাকে, মেকআপ করে যাতে চেহারা পুরোপুরি বদলে না যায় । সে জন্য এখন ট্রেন্ডে রয়েছে, ‘নো-মেকআপ লুক।

পরিবেশ যেহেতু এখন বেশ তপ্ত, এমন অবস্থায় কিন্তু ভারী কোনো মেকআপ করা একদমই উচিত হবে না। বরং ঈদের সকালটা শুরু করুন সিম্পল সাজ দিয়ে। সেই সাথে খেয়াল করুন, মেকআপ এমন হওয়া উচিত যাতে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠে। বর্তমানে ট্রেন্ডে রয়েছে পিচ ও পিংক রঙের ব্লাশন। তরুণী, টিনএজার থেকে শুরু করে মধ্য বয়স্ক, সবাই এ ধরনের ন্যুড মেকআপ করতে বেশি পছন্দ করছে ।’

ঈদের দিন সকালে চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সকালে গোসলের সময় চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। এরপর সিরাম। যেহেতু তীব্র গরম বাইরে তাই মেকআপের আগে টোনার দিয়ে ফেস ক্লিন করে একটি সিরাম নিয়ে কিছুক্ষণ রেখে তারপর একটি ময়েশ্চারও ব্যবহার করতে হবে। ফেস সেট হয়ে গেলে ফাউন্ডেশনের পরিবর্তে ‘বিবি ক্রিম ব্যবহার করতে পারেন।

ন্যাচারাল লুক বজায় রাখতে ডাস্ট পাউডার বা ফেস পাউডার ব্যবহার করতে পারেন। বেস তৈরি হয়ে গেলে আইব্রু এঁকে আই লিডে কনসিলার দিয়ে সুন্দর একটি শেড নির্বাচন করুন । হাইলাইটার ব্যবহার করুন। এতে চোখের মেকআপ ফুটবে খুব সুন্দর করে। চোখে মানানসই স্টাইলে আই লাইনারে লাইন ও হালকা মাসকারা ব্যবহার করতে পারেন। হালকা টোনের ব্লাসন এবং তার ওপর হাইলাইটার ব্যবহারে ফেইস অনেক শার্প ও গর্জিয়াস দেখাবে । যেহেতু চোখের মেকআপ হালকা হবে তাই লিপস্টিক একটু ডিপ রাখতেই পারি। সকালের সাজে চুলটা রাখতে পারেন খোলা। আর এই মেকআপে দুপুর পর্যন্ত কেটে যাবে আশা করি ।

রাতের সাজটা গর্জিয়াস করতে পারেন। পোশাকের বেলায়ও গর্জিয়াস শাড়ি বা কামিজ পরতে পারেন। রাতের বেলার সাজে বেসকে ফোকাস করুন। ফাউন্ডেশন দিলে একদম ত্বকের রঙের সঙ্গে মিল রেখে তা ব্যবহার করুন । এ ধরনের মেকআপ লুকে কনসিলারের ব্যবহার দেখা যায়। কনসিলার দিয়ে মুখের দাগ, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন ঢেকে দিতে পারেন।

এরপর ব্যবহার করুন স্কিনটোন ফেস পাউডার। চাইলে লিকুইড বেসও করতে পারেন। চোখে স্মোকি লুক এনে শ্যাডো লাগিয়ে নিলেই পূর্ণ হবে রাতের সাজ। গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন রাতে। বর্তমানে ঠোঁটের ওপর গ্লিটার ব্যবহারও চলছে। রাতের সাজে ব্লাশন বেছে নিন গোলাপি কিংবা বাদামি। ঈদের রাতের সাজের সঙ্গে গোল্ড, স্টোন, ফ্রেন্সি, মেটাল, পুঁতিসহ সব ধরনের গয়নাই ভালো লাগবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঈদের মেকআপ ট্রেন্ড!
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ