মধ্যনগরে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি

মধ্যনগর, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের প্রধান সড়কটি হববরল পরিবেশের কারণে পথচারী সহ যানবাহন চলাচলের ব্যাপক ভুগান্তি লক্ষ করা গেছে।এতে করে অসুবিধেগুলো মুখ বুঝে সহ্য করে নিচ্ছন বাজারে আগত জনসাধারণ,পথচারী,অসংখ্য যানবাহন সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নবগঠিত উপজেলা সদরের ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে চারচাকার যানবাহন। এতে করে ব্যবসায়ীদের মালমাল আমদানি রপ্তানিতে যথেষ্ট সুবিধা হয়েছে।তবে রাস্তার উপরে এলোফাতারী দোকান পাট ও রশ্মি টাঙ্গিয়ে রাখায় যানবাহন চলাচলের ভুগান্তি পোহাতে হয় চালকদের।যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা। যাতায়াত কালে যানযট বেদে যায় মূহুর্তের মধ্যেই যেকোন স্থানে।জনমনে প্রশ্ন পর্যাপ্ত রাস্তা থাকার পরেও কেন যানবাহন ঝটলা বাঁধে?
মোটরসাইকেল, অটো, সিএনজি, লড়ি, পিকাপ, মাইক্রো ও মালবাহী বড় ট্রাক চলাচলে ব্যাপক ভুগান্তির সৃষ্টি হয় যেকোন সময়।একাধিক দোকানীদের সাথে কথা বললে তিনিরা জানান কাচা বাজার ও মোটরসাইকেল স্টান্ডের জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায়  এমনটি। এমতাবস্থায় উন্নয়নের পাশাপাশি জনসাধারণ ও যানবাহন চলাচলে যানযট নিরসনের জোড় দাবী জানিয়েছেন ভুক্তভোগী অসংখ্য জনমানুষ।
মধ্যনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদারের সাথে কথা বললে তিনি জানান,বাজার কমিটির পক্ষ থেকে রাস্তার উপরে টাঙ্গিয়ে রাখা রশ্মি বা সুতা অপসারণের জন্য মাইকিং সহ প্রত্যেককে অবগত করা হয়েছে। যদি তারা না মানেন, প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তা নেয়া হবে।
রাস্তার যানযট ও ভুগান্তি নিয়ে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু’র সাথে কথা বললে তিনি জানান,প্রতিনিয়তই অসুবিধেগুলো লক্ষ্য করছি। প্রান্তিক ব্যাবসায়ীদের কথা আামাদের বিবেচনায় রয়েছে।খুব শিগগিরই শেড নির্মাণের মাধ্যমে স্থানান্তরিত করে সকল সমস্যার স্থায়ী সমাধান করা হবে।এবং বিষয়টি মাননীয় সাংসদ সদস্য এ্যাড.রনজিত সরকার’মহোদয়কে অবগত করেছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মধ্যনগর
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ