মৃত্যুর কাছে হার মানলেন অটোরিকশা চালক আব্বাস

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অটোরিকশা চালক আব্বাস আলী (৫২)। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারী চক্রের হামলায় আহত অটোরিকশা চালক আব্বাস আলী দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।আব্বাস আলী সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা দক্ষিণ পাড়ার বাসিন্দা। ঘটনার দুইদিন পর গত সোমবার দিবাগত গভীররাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতো আব্বাস আলী।গত শনিবার রাতে সরাইল থেকে যাত্রী নিয়ে কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় যায়। সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের নির্জন স্থানে যাওয়ার পর যাত্রীবেশে থাকা একদল ছিনতাইকারী আব্বাস আলীর উপর হামলা চালায়।
এক পর্যায়ে আব্বাস আলীকে কৌশলে অজ্ঞান করে সড়কের পাশে ফেলে দেয়। আর তার অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। সড়কে যাতায়তকারী কালিকচ্ছ এলাকার কয়েকজন লোক আব্বাস আলীকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দুইদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গত সোমবার গভীর রাতে মৃত্যুবরণ করেন আব্বাস আলী।
আব্বাস আলী’র ছিনতাই হওয়া অটোরিকশা টি উদ্ধার হয়নি এখনো, গ্রেপ্তারও হয়নি কোন ছিনতাকারী। সরাইল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক আব্বাস আলী মারা গেছেন। মরদেহের ময়না তদন্তের পক্রিয়া চলছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অটোরিকশা চালক আব্বাস * মৃত্যুর কাছে হার মানলেন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ