বাকেরগঞ্জে খেসারি ডালের বাম্পার ফলনের সম্ভাবনা

বাকেরগঞ্জ, বরিশাল প্রতিনিধি:
চলতি উৎপাদন মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার পর্যাপ্ত পরিমাণ খেঁসারি ডালের আবাদ করেছেন কৃষকেরা।
আবহাওয়া  অনুকূলে থাকায় মাঠের  উৎপাদিত খেসারি গাছ খুব তরতাজা ভাবে বেড়ে উঠছে। এবং ফুল  ও ফল আসার আগ পর্যন্ত  কোন পোকা মাকর ও রোগবালাই না হলে উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়াবে বলে সংশ্লিষ্ট কৃষকদের আশা।
খেসারি ডাল উৎপাদনে মুলত কৃষকদের খরচ তুলনামুলক খুব  কম।বীজ বপন সময় আবহাওয়া  অনুকূল এবং জমিতে জো থাকলেই চলে। পরবর্তীতে হালকা সার ছিটিয়ে  দিলেই হয়। এ বছর বাকেরগঞ্জ উপজেলার চরাঞ্চল সহ ব্যাপক এলাকায়  খেসারীর আবাদ হয়েছে।
সাধারণত কৃষকে কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে  অগ্রহায়ন মাসের প্রথম দিকে খেঁসারি ডালের আবাদ  করে থাকেন। এবং চৈত্র মাসের মাঝামাঝিপাকা খেসারি তুলতে শুরু করেন।
উপজেলা  কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা জানান, এবছর খেসারির ব্যাপক আবাদ হয়েছে। এবং কৃষি  বিভাগ কৃষকদের সময়মত সহায়তা  দিয়েছেন। এবছর খেসারি আবাদ কারী ১০ নং গারুরিয়া ইউনিয়নের চরআউলিয়াপুর গ্রামের কৃষক মোঃ এনায়েত হোসেন জানান, তিনি ১০ বিঘা জমিতে খেসারি ডাল আবাদ করেছেন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকলে উৎপাদন  আশানুরূপ হবে বলে তার ধারণা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * খেসারি ডাল * বরিশাল
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ