র্যাব-১৩’র সাড়াশি অভিযানে বিপুল ফেন্সিডিল জব্দ লালমনিরহাট থেকে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নীলফামারী জেলা প্রতিনিধি:
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জে সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করা সহ দুই শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র্যাব।
গ্রেপ্তার দুইজন হলো লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার নিথক (ঢাকাইটারী) এলাকার মোঃ আব্দুল আজিজ ও মোছাঃ রাবিয়া বেগমের ছেলে মো. আবুল হোসেন (৩২) এবং একই জেলা ও উপজেলার ময়নার চরা চন্দন পাট এলাকার মো. সাজু মিয়া ও মোছা. শহর বানুর ছেলে মো. মরম আলী (৩৫)। সোমবার (৫ ফেব্রুয়ারী) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টায় অভিযান চালানো হয়।
অভিযান কালে কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউনিয়নের নিথক গ্রামের মোঃ আবুল হোসেন (৩২) এর বসত বাড়িতে মাদকদ্রব্য তথা ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করারত অবস্থায় হাতেনাতে আবুল হোসেন ও মরম আলী কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-১৩ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪৭৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ মাহমুদ বশির আহমেদ প্রেস রিলিজে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তারা বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত আছে।