নীলফামারীতে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক আটক 

 
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে এক হাজার ৩২৫ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ এর অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষ। আটককৃতরা চিহ্নিত মাদক কারবারী।
তারা হলেন, ডিমলার ডালিয়া ক্লোজারপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩৪) ও আদর্শ পাড়া গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (৩৫)। শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে ডিমলা উপজেলার ডালিয়া সরকার পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায় র‌্যাব। এসময় ১ হাজার ৩শ ২৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে মাদক কারবারির সাথে জড়িত ছিলেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে ফেন্সিডিল সাপ্লাই দিয়ে আসছিলেন।
রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, র‌্যাব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহায়তা নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করছে র‌্যাব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ফেন্সিডিল
সর্বশেষ সংবাদ