শার্শায় মাদক ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদন্ড

বেনাপোল প্রতিনিধি:
ইয়াবার মামলায় শার্শার জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার (২৩জানুয়ারি) অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেন শার্শার সামটা গ্রামের হাজামপাড়ার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১০ মে শার্শা থানা পুলিশ বাগআঁচড়ার জামতলা বাজারে অভিযান চালায়। এ সময় জামতলা-সামটা রোডের ওপর থেকে জাকির হোসেনকে আটক করা হয়। আটক জাকিরের দেহ তল্লাশি কালে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে আটক জাকির হোসেনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক জাকির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই শেখ সুজাত আলী। এ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড,এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাদক ব্যবসায়ী
সর্বশেষ সংবাদ