শার্শায় মাদক ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদন্ড
বেনাপোল প্রতিনিধি:
ইয়াবার মামলায় শার্শার জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার (২৩জানুয়ারি) অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেন শার্শার সামটা গ্রামের হাজামপাড়ার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১০ মে শার্শা থানা পুলিশ বাগআঁচড়ার জামতলা বাজারে অভিযান চালায়। এ সময় জামতলা-সামটা রোডের ওপর থেকে জাকির হোসেনকে আটক করা হয়। আটক জাকিরের দেহ তল্লাশি কালে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে আটক জাকির হোসেনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক জাকির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই শেখ সুজাত আলী। এ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড,এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।