শিশুকে বাঁচাতে গিয়ে কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার যুবক নিহত! 

শার্শা (যশোর) প্রতিনিধি:

কলারোয়ায় শিশু বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে শার্শার এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

বুধবার(২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সাবুর আলী (৩৫) শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে ও আহত ওবাইদুর পাশ্ববর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইট ভাঙ্গা গাড়িটি যশোর সাতক্ষীরা মহাসড়ক দিয়ে কলারোয়ার ওফাপুর গ্রামে যাচ্ছিল। এ সময় একটি স্কুল পড়ুয়া ছাত্রের বাইসাইকেলের সাইড দিতে গিয়ে রাস্তার পাশে চাকা নেমে একটি ইটের উপরে উঠে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহতের চাচাতো ভাই করিরুল জানান, প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তার গন্তব্যস্থানে যাচ্ছিলেন, প্রতিমধ্য সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * যশোর * সড়ক দুর্ঘটনা