সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় আওয়ামী লীগ নেতা নিহত, মোটর সাইকেল চালক হাসপাতালে 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় জ্যোতি রায় (৭৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তাঁর সহযোগী মোটর সাইকেল চালক সবুজ (৩৮) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার বাঙালীপুর ইউনিয়নের শাইল্যার মোড় থেকে লক্ষণপুর পীরপাড়াগামী সড়কের পীরপাড়া গাড়ারপাড় এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।এঘটনায় লোকজন ট্রাক্টরটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে। তার পরিচয় জানা যায়নি।
জ্যোতি বাবু সৈয়দপুরের পার্শ্ববর্তী  দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এবং সুরভী মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। তাঁর বাড়ি একই ইউনিয়নের বেনীরহাট এলাকায়। তাঁর স্ত্রী আর এক মেয়ে আছেন।
আহত মোটর সাইকেল চালক সবুজ বেনীরহাটের অবিনাশ রায়ের ছেলে। গুরুতর আহত সবুজকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
জানা যায়, সবুজ ও জ্যোতি বাবু মোটর সাইকেলে চৌমুহনী বাজার আসার পথে পীরপাড়া এলাকায় পৌছলে ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এসময় দ্রুতগতিতে ট্রাক্টর চালিয়ে নেয়ায় চাকের নিচে চাপা পড়ে তাঁরা। এতে চাকায় পিষ্ট হয়ে নাড়িভুঁড়ি বেড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান জ্যোতি রায়।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সৈয়দপুর থানার এস আই আব্দুল হামিদ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে প্রথমে হাসপাতালে ও পরে থানায় নিয়ে আসে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরের চালককে আটকের চেষ্টা চলছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী লীগ নেতা * সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় আওয়ামী লীগ নেতা নিহত