বদলগাছীতে মেলার আড়ালে চলছে মাদক ও জুয়ার আসর
বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শামাপুঁজা বা কালিপুঁজাকে কেন্দ্র করে চলছে মেলা। ১দিনের অনুমতি নিয়ে থানা পুলিশকে ম্যনেজ করে ৩দিন পর্যন্ত গভীর রাত পর্যন্ত চলছে মেলা এবং মেলার পাশেই চলেছে মাদক সেবন এবং জুয়া। থানা পুলিশকে বিষয়টি জানানোর পরেও বন্ধ হয়নি মেলা।
জানাযায়, বদলগাছী উপজেলায় কালিপুঁজাকে কেন্দ্র করে প্রায় প্রতিটি মন্দিরেই ছোটখাটো মেলা বসে। এর মাঝে মিঠাপুর ইউপির ইটাকাঠা কালি মন্দিরের ও গোবরচাঁপাহাট সার্বজনিন কালি মন্দিরের আয়োজনে ৩দিন ব্যাপি মেলা চলে।কালিপুঁজা উপলক্ষ্যে মিঠাপুর ইটাকাঠা কালি মন্দির ও গোবরচাঁপাহাট সার্বজনিন কালি মন্দিরে ১৪হাত কালির প্রতীমা তৈরি করা হয়।
হাজারো মানুষের সমাগমে পুরো এলাকা পরিণত হয়েছে উৎসবের জনপদে। মিষ্টি ও গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা সব বয়সের তরুণ-তরুণী সহ দুর-দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা। আর এই মেলাকে ঘিরেই আশেপাশে দেখাযায় মাদক সেবনের আড্ডা। এর মাঝেই কলার বাগানে বসে জুয়ার বোর্ড। থানা পুলিশ মাদক সেবন এবং জুয়ার আসরের কথা জানার পরেও বুক ফুলিয়ে মেলা চালিয়ে যাচ্ছে মেলা কমিটি।
স্থানীয়রা বলেন, ঐতিহ্যবাহী এই মেলা ৩দিন চলে। মেলা উপলক্ষ্যে দুর দূরান্ত থেকে বিভিন্ন দোকান এখানে আসে। ঐতিহ্যবাহী কালীপূজার মেলা দুটি প্রায় তিনশ বছরের পুরাতন। স্থানীয়রা আরও বলেন, মেলাটি মাঠের মধ্যে হওয়ায় মেলার পাশেই চলে বিভিন্ন প্রকার মাদক সেবন এবং জুয়ার আসর।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মেম্বার বলেন, রাত ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিদিন মেলা চলে। ৩দিন ব্যাপি মেলা চললেও অনুমতি শুধু ১দিনের চেয়ারম্যান, থানাকে ম্যানেজ করেই চলে মেলা। আর মেলাকে ঘিরে আশেপাশের কলা বাগানগুলোতে চলে মাদক ও জুয়ার আসর। পুলিশের দৌড়ানি তে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে আবার বসে। বিষয়টি জানার পরেও কোন ব্যবস্থা হয় না।
এ ব্যপারে মিঠাপুর ইটাকাঠা কালি মন্দির কমিটির সভাপতি প্রবীন বলেন, আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত পারমিট নেওয়া আছে। চেয়ারম্যান,ইউএনও,থানা সবাই জানে।
এ ব্যপারে মিঠাপুর ইউপি চেয়ারম্যান বলেন ফিরোজ হোসেন বলেন, মিঠাপুরের ঐতিহ্যবাহী ইটাকাঠার মেলা একদিন চলে। একদিনের অনুমতি নিয়েছে। এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, স্থানীয় মেলা হিসাবে ১দিনের অনুমতি দেওয়া হয়েছে।