বাকেরগঞ্জে শ্বশুর বাড়ি যাওয়ার  পথে সড়ক দুর্ঘটনায় নিহত

বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় ঝন্টু চন্দ্র শীল (৩৫) নামে এক সেলুন ব্যবসায়ী (নরসুন্দরের) মৃত্যু হয়েছে। ৯/১১/২০২৩ ইং বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বরিশাল- পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়ার কাঠেরপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝন্টু চন্দ্র শীল উপজেলার কাবাই ইউনিয়নের মাছুয়া খালি গ্রামের ওমেশ চন্দ্র শীলের ছেলে ও সেলুন ব্যবসায়ী। নিহতের পরিবার  সূত্রে জানা গেছে,  ঝন্টু চন্দ্র শীলের বিবাহিত জীবনের পাঁচ বছর পর গত বৃহস্পতিবার বাকেরগঞ্জের  বেসরকারী একটি হাসপাতালে, তার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান জন্ম হয়।  তার নবজাতক পুত্র সন্তান ও স্ত্রী রঙ্গশ্রী ইউনিয়নের তবির কাঠি গ্রামের শশুর বাড়িতে ছিলো। তাদেরকে দেখতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় তিন চাকার মাহিন্দ্রা সজোরে ধাক্কা দেয় ঝন্টু চন্দ্র শীলকে, এতে মারাত্মক আহত হন তিনি। স্হানীয়রা দ্রুত আহত ঝন্টু চন্দ্র শীলকে  উদ্ধার করে বাকেরগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে  জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন, চিকিৎসক জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, মাহিন্দ্রাটি বাকেরগঞ্জ থেকে বরিশাল দিকে যাচ্ছিল ঐ সময়ে দুর্ঘটনা ঘটে এতে ঝন্টু চন্দ্র শীল নামে এক জনের  মৃত্যু হয়। পেশায় তিনি নর সুন্দর  ( সেলুন  ব্যবসায়ী)। ঘটনা স্হলে পুলিশ পাঠিয়ে ঘাতক মাহেন্দ্রাটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার পালিয়ে গিয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বাকেরগঞ্জ * সড়ক দুর্ঘটনা