মহাখালীর খাজা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মহাখালী, ঢাকা:
রাজধানীর মহাখালীর আমতলীর ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টা ৭ মিনিটে  ওই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়,  মহাখালীর আমতলীর ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ফায়ায় সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ৮টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি। এদিকে, ১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। আবার কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামার চেষ্টা করছেন- এমন দৃশ্যও দেখা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মহাখালীর খাজা টাওয়ার * সার্ভিসের ৭ ইউনিট
সর্বশেষ সংবাদ