ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে ধ্রুবতারা মাইকিং ও লিফলেট বিতরণ 

ঝালকাঠি প্রতিনিধিঃ
”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে জাতীয় সড়ক দিবস। এ উপলক্ষ্যে ঝালকাঠিতে  সামাজিক সংগঠন ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ মাইকিং ও লিফলেট বিতরণ করেছে। রবিবার বিকালে প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করে ধ্রুবতারা’র সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার মহিলা ভাইসচেয়ারম্যান ও ধ্রুবতারার উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম রুবেল, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার রনি, জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল রহমান, সহসভাপতি সৈয়দ হান্নান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাহিন সহ অন্যান্য সদস্যরা।
ধ্রুবতারার উপদেষ্টা ইসরাত জাহান সোনালী জানান, সড়ক দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে আমাদের এ মাইকিং ও লিফলেট  বিতরণের আয়োজন। যাতে করে মানুষের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি হয় এবং সড়কে যেন একটি প্রানও না ঝড়ে।
ধ্রুবতারার সদস্যরা  সচেতনতা সৃষ্যেটির লক্ষ্যে যে বিষয়গুলো মাইকিং এ তুরে ধরেন- গাড়ি চালানোর পূর্বে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সাথে রাখুন, অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকুন, সিটবেল্ট বেধে গাড়ি চালান, গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলুন, অযথা ওভারটেকিং করা থেকে বিরত থাকুন, উল্টো পথে যে কোন যান চালানো থেকে বিরত থাকুন,  ক্লান্ত/অসুস্থ /মাতাল অবস্থায় গাড়ি চালানো হতে বিরত থাকুন, সবর্দা বাম লেনে চলুন, ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জাতীয় নিরাপদ সড়ক দিবস * ঝালকাঠি