সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর ইন্তেকাল রাজধানীর বনানী কবরস্থানে দাফন
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকোট গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,ঊনসত্তরের গণ অভ্যুত্থানের নেতা, বাংলাদেশ সরকারের সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক এমপি, দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান ও বাংলাদেশের উপজেলা পরিষদের চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান এএফএম ফখরুল ইসলাম মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ অক্টোবর) ভোর সকাল ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এএফএম ফখরুল ইসলাম মুন্সী কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের পিতা।
মরহুম ফখরুল ইসলাম মুন্সীর প্রথম জানাযা দেবিদ্বার উপজেলার নিজ গ্রামে বনকুটে দুপুর ১২ টায়, দ্বিতীয় জানাযা বাদ যোহর দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, তৃতীয় জানাযা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বাদ আসর এবং চতুর্থ জানাযা গুলশান সোসাইটি মসজিদের ৬৬ নং রোডে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বনানী কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। কুমিল্লার এ সাবেক অর্থ উপমন্ত্রীর মৃত্যুতে তার নিজ এলাকার ভক্ত সমর্থকের মাঝে শোকের ছায়া নেমে আসে। কুমিল্লা -৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ দেবীদ্বারে জানাযায় অংশগ্রহণ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেন। মরহুম সাবেক অর্থ উপমন্ত্রী এএফএম ফখরুল
ইসলাম মুন্সীর গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার বনকুট ও রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাযায় এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহন করে ও পরে ফুল দিয়ে এলাকার জনগন গণমানুষের এই নেতার প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান।