জয়পুরহাটে র্যাবের অভিযানে ৪ নারী মাদক কারবারী গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে র্যাবের অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ চার নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-সিপিসি৩। এর মধ্যে চারজনই নারী মাদক পাচারকারী রয়েছে।
জয়পুরহাট র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর মো: শেখ সাদিক জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জয়পুরহাট রেল স্টেশনে অবস্থান করে পরে চিলাহাটি হতে ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছে থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন, মোছা: আনোয়ারা (৪৪) মোছা: মনোয়ারা বেগম(৩৬) মোছা: মেরিনা (৪৬), সর্ব সাং- পূর্ব জগন্নাথপুর, মোছা: ইতি (২৭), স্বামী- মো: বেলাল হোসেন, সাং-মৌপুকুর, সর্ব থানা-বিরামপুর, জেলা-দিনাজপু রগণকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজসে নিয়মিত ট্রেন যোগে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে আশে পাশের এলাকায় বিতরণ করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।