সড়ক দুর্ঘটনায় শার্শার দুই সাংবাদিকসহ গুরুতর আহত ৪

শার্শা (যশোর) প্রতিনিধি:

বাগআঁচড়া-সাতক্ষীরার মহা-সড়কের চারা বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই সাংবাদিকসহ ৪জন মারাত্বকভাবে আহত হয়েছেন।

আহতরা হলেন, এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি ও দৈনিক কল্যাণের বাগআঁচড়া প্রতিনিধি সেলিম আহমেদ এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বাগআঁচড়া প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বাগাআচড়া- সাতক্ষীরা সড়কের কলারোয়া উপজেলার চারা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়া জনসেবা ক্লিনিক নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেলিম আহমেদ যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও জয়নাল আবেদীনকে যশোর ট্রমা ক্লিনিকে প্রেরণ করা হয়।অপর দুজনকে বাগাআঁচড়া জনসেবা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়।

আহত সাংবাদিকদের সহকর্মী ও স্থানীয়রা জানান, রাতে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিক সেলিম আহমেদ ও সাংবাদিক গাজী জয়নাল আবেদীনসহ তিনজন মোটরসাইকেল যোগে কলারোয়া যাচ্ছিলেন। পথিমধ্যো চাঁরা বটতলা নামক স্থানে পৌছালে মোটরসাইকেল ও ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারাসহ মোট চার জন আহত হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি এখনো কিছু জানতে পারিনি যদি, জানতে পারি তাহলে আপনাদেরকে জানাবো।

এবিষয়ে তাদের সহকর্মী সাংবাদিক আরিফ হোসেন, সহিদুল ইসলাম, আবু সাইদ, নাজিমুদ্দিন জনি, সোহাগ হোসেন, এস এম আব্দুল্লাহ, মহিউদ্দিন চৌধুরী বাপ্পি, এবিএস রনি ও দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার হুমায়ন কবির মিরাজসহ শার্শার সকল সাংবাদিক নেতারা সহবেদনা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আহত * সড়ক দুর্ঘটনা